
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিলামে কেউ তাঁকে নেয়নি। তাঁর প্রতি আগ্রহও দেখায়নি। ভারত–পাকিস্তান সংঘাতের পরে ভাগ্য ঘুরে গেল তাঁর। চলতি আইপিএলে বাংলাদেশের কোনও প্রতিনিধি ছিলেন না। কিন্তু দুই প্রতিবেশি দেশের সংঘাতের আবহে দল পেয়ে গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
আইপিএলে তাঁর এখন ঠিকানা দিল্লি। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে এদিন জানানো হয়েছে, তারা মুস্তাফিজুরকে ৬ কোটি টাকায় দলে নিয়েছে। নিলামে তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।
অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে গিয়েছেন। তাঁর পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য নেওয়া হল বাংলাদেশের তারকা বোলারকে।
Heading to UAE to play against them. Keep me in your prayers. pic.twitter.com/dI7DHTfj73
— Mustafizur Rahman (@Mustafiz90) May 14, 2025
কিন্তু তাঁকে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন মুস্তাফিজুর?
দিল্লির তরফ থেকে যেদিন মুস্তাফিজের আইপিএলে যোগ দেওয়ার ঘোষণা এল, সেদিন রাতেই জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে যাচ্ছেন মুস্তাফিজুর। শারজায় ১৭ ও ১৯ মে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। মুস্তাফিজুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, ''সংযুক্ত আরব আমিরশাহি চললাম ওদের বিরুদ্ধে খেলতে। আমার জন্য প্রার্থনা করবেন।'' এই পোস্ট নিয়েই দেখা দিয়েছে ধোঁয়াশা। মুস্তাফিজুরের প্রতিনিধিত্ব নিয়ে উঠছে প্রশ্ন।
আইপিএলে দিল্লির শেষ তিনটি ম্যাচ চলতি মাসের ১৮,২১ ও ২৪ তারিখ। আমিরশাহিতে জাতীয় দলের হয়ে মুস্তাফিজ খেলতে নামলে দিল্লির জার্সিতে ১৮ তারিখ তাঁর নামা হচ্ছে না।
১৯ মে-র পরে বিসিবি-র কাছ থেকে এনওসি নিয়ে আইপিএল খেলতে পারেন মুস্তাফিজ।
তবে এবারের সংস্করণে খুব বেশি ম্যাচ মুস্তাফিজুর খেলতে পারবেন না দিল্লির হয়ে। এমনটাই মনে করা হচ্ছে। দিল্লির জার্সিতে কবে নামবেন, সেটাই এখন দেখার।
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের